Top

শেরপুরে নদনদী রক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান

১৬ অক্টোবর, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
শেরপুরে নদনদী রক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার সুতিখালি, বলেশ্বর ও সুবর্ণখালি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ এবং জেলার বিভিন্ন নদ-নদী, উন্মুক্ত জলাশয়ের অবৈধ দখলদার উচ্ছেদ করে খনন, সংস্কার ও সংরক্ষণের দাবী জানিয়েছেন নাগরিক  প্লাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি।

এ উপলক্ষে আজ  রবিবার  জেলা প্রশাসকের নিকট ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক সাহেলা আক্তার স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলোর খোঁজখবর নিয়ে জেলার নদ-নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জনউদ্যোগ কমিটির সদস্যদের জানিয়েছেন। জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্য সচিব হাকিম বাবুল জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, কমিউনিস্ট পার্টির সদর উপজেলা শাখার সভাপতি মো. সোলায়মান আহমেদ, যুব ফোরাম আহ্বায়ক বিতার্কিক শুভংকর সাহা, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন ও স্বেচ্ছাসেবক হাসিব বিন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এখনই সুতিখালি নদী  দখলদারদের হাত থেকে উদ্ধার করে খননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ সৃষ্টি করা না গেলে এক সময় সুতিখালি নদী শেরপুরের মানচিত্র থেকেই হারিয়ে যাবে। নকলা শহরের পাশ দিয়ে বয়ে চলা সুবর্ণখালি নদীর অবস্থাও ভালো নেই। অবৈধ দখলদাররা নানা ধরনের স্থাপনা নির্মাণ করে গ্রাস করে নিচ্ছে নদী তীরবর্তী এলাকা। ক্রমে সঙ্কুচিত হয়ে গতিহীন হয়ে পড়ছে নদীটি। নকলা শহরের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা প্রবাহমান বলেশ্বর নদী দখল ও নাব্যতা সংকটে হারিয়ে গেছে।

স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি করে বাঁধ নির্মাণসহ নানা অত্যাচারে জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ, ভোগাই, চেল্লাখালি, মৃগী, সোমেশরি, ঝিনাই, কালাঘুষা, দশানি, মহারশিসহ অন্যান্য নদী এবং পাহাড়ি বিভিন্ন ছড়া, ঝোরা, ঝরণা আজ গতিহীন হয়ে পড়েছে। তাছাড়া শ্যালো চালিত ড্রেজার মেশিন বসিয়ে জেলার বিভিন্ন নদ-নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এজন্য জনউদ্যোগ কমিটির পক্ষ থেকে স্মারক লিপিতে ৬ দফা দাবী তুলে ধরা হয়েছে।

 

শেয়ার