Top
সর্বশেষ

খালাকে ধর্ষণচেষ্টা ও অর্থ ছিনতাই, আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল

১৭ অক্টোবর, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
খালাকে ধর্ষণচেষ্টা ও অর্থ ছিনতাই, আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে রাতের অন্ধকারে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এসময় গলায় ছুরি ধরে নগদ ৪ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরম হঠাৎপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. বাবুর বিরুদ্ধে। ওই নারী সম্পর্কে বাবুর চাচাতো খালা হয়। ওই নারীর জোরপূর্বক মোবাইল ছিনিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন ওই গৃহবধু।

স্থানীয় বাসিন্দা, ইউপি চেয়ারম্যান ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই তিন সন্তানের জননী ওই নারীকে গত ৭ বছর ধরে কুপ্রস্তাব দিচ্ছে সম্পর্কে ভাগনে পাশের বাড়ির বাবু। এতে রাজি না হওয়ায় নানাভাবো হয়রানি ও ভয়ভীতি দেখায় বাবু। এরই সূত্র ধরে গত ২৫ ডিসেম্বর বাড়িতে প্রবেশ করে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে অভিযুক্ত বাবু। এতে এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে সালিশে বাবুকে কান ধরে উঠবস করিয়ে পরবর্তীতে আর এমন কাজ না করার জন্য সর্তক করা হয়।

ভুক্তভোগী নারী বলেন, সালিশ হওয়ার পরেও ক্ষান্ত হয়নি বাবু। বিভিন্ন সময়ে ফোনে নানারকম কুপ্রস্তাব দিতে থাকে। রাজি না হলে স্বামী ও জামাইকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। গত কয়েকদিন আগে আবারও রাত ১২টার দিকে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। কারেন্ট চলে যাওয়ায় ঘর থেকে বের হওয়ার সময় আমাকে জাপটে ধরে। আমার চিৎকার চেঁচামেচি শুনে আমার মেয়ে এগিয়ে আসে। এ সময় আমার গলায় ছুরি ধরে চিৎকার করলে মেরে ফেলব বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, আমার গলায় ছুরি ধরে বিছানার নিচে থাকা জামাইকে পাঠানো বাবদ ৪ লাখ টাকা ছিল, সে টাকা নিয়ে নেয়। এমনকি গলায় দেড় ভরি স্বর্ণের চেইন ছিল তাও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর আগে ধস্তাধস্তির ফলে আমার শাড়ীর বিভিন্ন জায়গা ছিড়ে যায়, যা এখনো ওই অবস্থায় রয়েছে। পরে আমি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে সে পালিয়ে যাই।

অভিযুক্ত বাবুর চাচী ও ভুক্তভোগী নারীর বোন জানান, আমি বাবুকে এর আগে একাধিকবার বলেছি যে সে তোমার সম্পর্কে খালা হয় তুমি তাকে এমন জ্বালাতন করো না। কিন্তু সে আমার কথা কখনোই নেয়নি বারংবার বিরক্ত করতে থাকে নানা রকম কুপ্রস্তাব দিতেই থাকে। বিষয়টি নিয়ে আমরা ভীষণ লজ্জিত। কারণ পরিবারের মধ্যেই ভাগনের বিরুদ্ধে খালার নেক্কারজনক অভিযোগ রয়েছে। পারিবারিকভাবে আমরা এর সমাধান করতে চেয়েছি কিন্তু তা সম্ভব হয়নি কারণ বাবু কোনভাবেই পরিবারের কোন কথা শুনছে না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় ফেনসিডিলের কারবার গড়ে তুলেছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কিত। প্রবাসীর গৃহবধূর বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনায় আশেপাশের অন্য নারীরাও ভীত হয়ে দিন যাপন করছে। মাদক ব্যবসায়ী হওয়ার সুবাদে স্থানীয়ভাবে রয়েছে তার ব্যাপক প্রভাব। তাই তার এসব কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করতে পারছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী। তিনি বলেন, গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে কুপ্রস্তাব দেয়া ও নানাভাবে হয়রানির বিষয়ে ইউনিয়ন পরিষদে শালিস বসলে এর সত্যতা পাওয়া যায়। সেসময় বাবু ক্ষমা চাই এবং আগামীতে এমন কাজ না করার অঙ্গীকার করে। পরে শুনলাম কয়েকদিন আগেও নাকি বাড়িতে ঢুকে আবারও একই কাজ করেছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবু। তিনি বলেন, আমি এমন কিছুই করিনি। বরং আমিই সেই মহিলার কাছে দুই লক্ষাধিক টাকা পাব, তাই আমার বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার