Top

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান

১৭ অক্টোবর, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক :

প্রথম দশ ওভারে রান ছিল মোটে ৬৭। শেষ দশ ওভারে বেদম মার খেলেন টাইগার বোলাররা। আফগানিস্তান যোগ করলো আরও ৯৩ রান।

১৭ বলে ১ চার আর ৫ ছক্কায় ৪১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। সবমিলিয়ে ৭ উইকেটে ১৬০ রানের পুঁজি পেয়েছে আফগানরা। অর্থাৎ বাংলাদেশের জিততে হলে করতে হবে ১৬১।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ দল। তবে শেষের ১০ ওভারে খেই হারিয়ে ফেলে।

দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

নাজিবুল্লাহ জাদরানও ৫ রানের বেশি করতে পারেননি। কিন্তু ইব্রাহিম জাদরান এবং শেষদিকে মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। সাকিবও ২ উইকেট নিয়েছেন তবে খরচ করেছেন ৪৬ রান। মোস্তাফিজ ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শেয়ার