চট্টগ্রাম নগরীতে অপহরণে করে নারীর সাথে ছবি তুলে ও ভিডিও ধারণকে ব্লাকমেলিংয়ের অভিযোগে চার অপহরণকারীকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অপহৃত খোরশেদুল আলমকে।
গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলো, মোঃ জাহেদ আলম(১৮), মোঃ বেলাল হোসেন ইমন(১৮), মোঃ কাউছার (১৯), মোঃ ইমন(১৮)।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া ছোট মসজিদ এলাকা থেকে চার অপহারণকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় সাথে থাকা আরও দুই অপহরণকারী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার (১৬ অক্টোবর) দুপুরে কোতোয়ালী থানাধীন কে সি দে রোডস্থ হাজারী গলির মুখে রাস্তা থেকে খোরশেদুল আলমকে অপহরণ করে একটি চক্র।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, দীর্ঘদিন যাবৎ একটি চক্র পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়ায় চালিত সিএনজি নিয়ে চট্টগ্রাম মহানগর এলাকায় ঘুরে বেড়ায়। তারপর তারা সাধারণ পথচারীদের মধ্যে সাদাসিদে টাইপের পথচারীদের টার্গেট নির্ধারণ করে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। আস্তানায় নিয়ে যাওয়ার পর অপহরণকৃত ব্যক্তির সাথে মেয়ে দিয়ে বিভিন্ন অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে।