Top
সর্বশেষ

জেলা পরিষদ নির্বাচন: চট্টগ্রামের নতুন চেয়ারম্যান পেয়ারুল

১৭ অক্টোবর, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
জেলা পরিষদ নির্বাচন: চট্টগ্রামের নতুন চেয়ারম্যান পেয়ারুল
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এটিএম পেয়ারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নারায়ণ রক্ষিতের চেয়ে ২ হাজার ৪৫৭ ভোট বেশি পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে।

নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত পেয়েছেন ১১৭।

শেয়ার