দুই প্রার্থী পেলেন সমান ভোট, লটারিতে হয় জয়-পরাজয়। নাটোরের গুরুদাসপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারিতে জয়-পরাজয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার মেহেদী হাসান (হাতি মার্কা) ও প্রভাষক নাসিরুজ্জামান (টিউবওয়েল মার্কা) ৩৩ ভোট করে পান। এছাড়া অপরপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন (তালা মার্কা) পান ২৮ ভোট।
জানা জানায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৯৪ জন। আজ সকাল ৯টায় উপজেলা পরিষদের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল বেলা ভোটার উপস্থিতি কম থাকলেও পরবর্তীতে সকল ভোটার তাদের ভোট প্রদান করেন। ২টার সময় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসের দায়িত্ব পালন করেন গুরুদাসপুর কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ।
দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় রিটার্নিং অফিসার শামীম আহম্মেদের কার্যালয়ে লটারি হয়। লটারিতে হাতি মার্কা জয়ী হয়।
Attachments area