Top
সর্বশেষ

ফরিদগঞ্জে আক্কাছের নতুন চমক!

১৭ অক্টোবর, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে আক্কাছের নতুন চমক!
ফরিদগঞ্জ প্রতিনিধি :

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সোমবার শান্তিপূর্ণ ভাবে ফরিদগঞ্জে জেলা পরিষদের ১টি সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে আলী আক্কাছ পাটওয়ারী ১শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ২শ১১ ভোটের নির্বাচনে সদস্য পদে প্রার্থী ছিলেন ছিলেন ৪ জন। তবে উক্ত নির্বাচনে এই প্রথম নির্বাচনে আলী আক্কাছ পাটওয়ারী ২ প্রভাবশালী সদস্যকে হারিয়ে নতুন চমক দেখিয়েছেন।

নির্বাচনে বিজয়ী প্রার্থী আলী আক্কাছ (ডিপটিউবওয়েল) পেয়েছেন ১শ ১৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রাথী জেলা পরিষদেরই সাবেক সদস্য মশিউর রহমান মিটু (তালা) পেয়েছেন ৬৫ ভোট , অপর ২ প্রাথী শাহাবুদ্দীন সাবু ( হাতি) পেয়েছেন ৩১ ভোট ও মিজানুর রহমান সজিব (ঘুড়ি ) ২ ভোট ।

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে জোবেদা মজুমদার খুশি ( ফুটবল) পেয়েছেন ১শ ৫৪ ভোট ,তার নিকটতম প্রতিদ্বন্ধী আয়েশা রহমান লিলি ( দোয়াতকলম) পেয়েছেন ৫৭ ভোট। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটের নির্বাচনে ফরিদগঞ্জ, চাঁদপুর ও হাইমচর এলাকার ভোট গগনায় আয়েশা রহমান লিপি তার নিকটতম প্রতিদ্বন্ধী জোবেয়দা মজুমদার খুশির চেয়ে ৫৪ ভোটের ব্যবধানে লিলি জয়লাভ করেছেন।

ফরিদগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী (মোবাইল) ১শ ১৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী জাকির হোসেন প্রধানিয়া (আনারস) ৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তবে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী এবারো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে নুতন চমক সৃষ্টি করেছেন।

শেয়ার