Top

টস জিতে ব্যাটিংয়ে নামিবিয়া

১৮ অক্টোবর, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে নামিবিয়া
নিজস্ব প্রতিবেদক :

কার্দিনিয়া পার্কে প্রথমে ব্যাট করে জয় পাওয়া যায়, এটা এখন পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে নামিবিয়া। বিশেষ করে দিনের প্রথম ম্যাচে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছিলো তারা এবং ১৬৩ রান করে শক্তিাশালী শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৫৫ রানের ব্যবধানে।

তবে, ডাচরাও কম যায় না। তারাও নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল আরব আমিরাতকে হারিয়ে। শুধু তাই নয়, আরব আমিরাতের বিপক্ষে তাদের জয়টা এসেছিল পরে ব্যাট করে, ৩ উইকেটের ব্যবধানে।

তবুও, নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে নামিবিয়ানরা টস জিতে তাই চোখ বন্ধ করেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো। দলটির বিশ্বাস, স্কোরবোর্ডে ভালো একটা রান তুলতে পারলে সেটাকে রক্ষা করার মত বোলার তাদের হাতে আছে।

যে কারণে গেরহার্ড এরাসমাস টস জিতে ব্যাটিং নেয়ার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করেনি। তবে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসও চেয়েছিলেন, টস জিতলে তারাও প্রথমে ব্যাট করবেন।

একটি পরিবর্তন এনেছে ডাচরা। লোগান ফন বিকের পরিবর্তে তারা মাঠে নামিয়েছে টিম ফন ডার গুটেনকে। নামিবিয়া তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কাকে হারানো একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।

নামিবিয়া একাদশ

ডিভান লা কুক, মাইকেল ফন লিঙ্গেন, স্টিফেন বার্ড, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, ইয়ান নিকোল লফটি ইটন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।

নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’দাউদ, ভিকরাম সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।

বিপি/এএস

শেয়ার