নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। অনুষ্ঠানটি রালির মাধ্যমে শুরু হয় তারপর রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক টাকা এবং আলোচনা সভা।
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা কমান্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর একটি রালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নড়াইল পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে নড়াইল বঙ্গবন্ধু পরিষদ বিকেল ৪টায় রুপগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।