Top

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী দিলেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান

১৮ অক্টোবর, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী দিলেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান
পঞ্চগড় প্রতিনিধি :

নির্বাচিত হয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী দিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ। মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা পরিষদের প্রবেশ পথে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতেও পুস্পমাল্য অর্পণ করেন। পরে বর্তমান রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের বড় ভাই বাংলাদেশ আওয়ামীলীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পঞ্চগড়-২আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাবা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম নুরুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত করেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, নবনির্বাচিত সংরক্ষিত আসনের নারী সদস্য আকতারুন নাহার সাকি, আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খাজিমউদ্দিন, ইউসুফ আলী, আল আরিফ সুজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার