Top
সর্বশেষ

মারাঠার হয়ে মুক্তারের সেরা বোলিং, মোসাদ্দেকদের ১২৮ রানের লক্ষ্য

২৮ জানুয়ারি, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
মারাঠার হয়ে মুক্তারের সেরা বোলিং, মোসাদ্দেকদের ১২৮ রানের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক : :

টি-টেন ম্যাচ মানেই রানের বন্যা। সেই রানবন্যার স্রোতে দাঁড়িয়ে দারুণ বোলিং করলেন বাংলাদেশি অলরাউন্ডার মুক্তার আলি। আজ (বৃহস্পতিবার) আবুধাবিতে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মারাঠা অ্যারিবিয়ান্সের হয়ে সেরা বোলিং ফিগারটি তারই।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৭ রান তুলেছে নর্দান ওয়ারিয়র্স। অর্থাৎ জিততে হলে মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠাকে করতে হবে ১২৮ রান।

মারাঠা অ্যারিবিয়ান্সের বোলাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি। ৩১ বলে ৭ বাউন্ডারি আর এক ছক্কায় লেন্ডল সিমন্স অপরাজিত ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহ এনে দেন নর্দার্ন ওয়ারিয়র্সকে।

এছাড়া আরেক ওপেনার ব্রেন্ডন কিং ১৯ বলে ২৯, নিকোলাস পুরান ৯ বলে ১৯ এবং শেষের দিকে নেমে রভম্যান পাওয়েল ৭ বলে ২টি করে চার-ছক্কায় করেন হার না মানা ২২ রান।

এমন রানবন্যার ম্যাচে দলের সেরা বোলিং বাংলাদেশের মুক্তার আলির। ২ ওভারে ১৯ রান খরচায় একটি উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে ডিপমিউইকেটে ক্যাচ বানিয়েছেন মারমুখী নিকোলাস পুরানকে।

এছাড়া নর্দান ওয়ারিয়র্স ইনিংসে পতন হওয়া আরেকটি উইকেটও গেছে মুক্তারের ওভারেই। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন। তার স্লোয়ার ডেলিভারিতে সিঙ্গেলস নিতে গিয়ে রানআউট হয়েছেন ঝড়ো ইনিংস খেলা ব্রেন্ডন কিং।

শেয়ার