৬ বলে দরকার ৮ রান। উইকেটে দুই বাংলাদেশি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত আর মুক্তার আলি। ওয়েন পারনেলের প্রথম বলে রানই নিতে পারলেন না মুক্তার। পরের বলে এল এক রান। তৃতীয় বলে মোসাদ্দেকও একের বেশি নিতে পারলেন না। পরের ডেলিভারিতে মুক্তারের ব্যাট থেকে এল আরেকটি সিঙ্গেলস।
২ বলে দরকার ৫, ম্যাচে তখন উত্তেজনা চরমে। বাংলাদেশি ব্যাটসম্যানরা কি পারবেন মারাঠা অ্যারিবিয়ান্সকে জেতাতে? পাল্লা তো ঝুঁকে গিয়েছিল বোলিং দল নর্দার্ন ওয়ারিয়র্সের দিকেই।
কিন্তু এমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে মাথাটা ঠান্ডা রাখলেন মারাঠা অধিনায়ক মোসাদ্দেক। পঞ্চম বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলকে কঠিন বিপদ থেকে উদ্ধার করলেন টাইগার ব্যাটসম্যান। ১ বলে দরকার ১ রান, শেষ বলে এক্সটা কাভার দিয়ে আরেকটি চার মোসাদ্দেকের। মাঠে তখন জয়ের আনন্দে মাতোয়ারা দুই বাংলাদেশি ব্যাটসম্যান, ডাগআউটে উল্লসিত মারাঠা শিবির।
আবুধাবিতে টি-টেন লিগের উদ্বোধনী ম্যাচই দারুণ রোমাঞ্চকর এক লড়াই দেখল। যে লড়াইয়ে মোসাদ্দেকের দল মারাঠা অ্যারিবিয়ান্স শেষ বলে জিতেছে ৫ উইকেটে।