Top

চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ৩

২১ অক্টোবর, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ৩
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিক হত্যার ঘটনায় মূল আসামি রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার হয়।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মেসার্স সামির ট্রেডিংয়ের শ্রমিক মো. মাসুদকে দোকান থেকে টেনে বের করে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গাড়িচালক মো. রাসেলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল। এ ঘটনায় সেদিন রাতেই গাড়িচালক রাসেলকে এক নম্বর আসামি করে মামলা হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ অক্টোবর) রাত থেকে বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এতে দেশের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকেরা দফায় দফায় বৈঠক করে কর্মবিরতি সাময়িক প্রত্যাহার করে নেন।

শেয়ার