Top

সিরাজগঞ্জে স্পার বাঁধের ১৩০ মিটার যমুনা গর্ভে বিলীন

২১ অক্টোবর, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্পার বাঁধের ১৩০ মিটার যমুনা গর্ভে বিলীন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল স্পার-১ এর প্রায় ১৩০ মিটার শুক্রবার সকালে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এতে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজুগড়া সাবমেরিন কেবল সাইডের সার্স লাইনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরসহ অনেক ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়াটার্স) শ্রী রণজীৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে উপজেলার আজুগড়া নামক স্থানে নির্মিত স্পার-১ এ ধ্বস দেখা দেয়। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বাঁধটির মাটির স্যাংকের প্রায় ১৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

তিনি আরো জানান, তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও এনায়েতপুরকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য ২০০০-২০০১ অর্থ বছরে ৯৫০ মিটার দৈর্ঘ্যের বেতিল স্পার-১ ও বেতিল স্পার-২ নামে দুটি স্পার নির্মাণ করা হয়। এর মধ্যে ৮’শ মিটার মাটির স্যাংক ও বাকি ১৫০ মিটার আরসিসি ঢাালাই। গত কয়েকদিন ধরে স্পার-১ এর মাটির স্যাংক ধ্বস দেখা দেয় এবং শুক্রবার সকালে প্রায় ১৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গত ১৪ অক্টোবর থেকে স্পার-১ এ ধ্বস দেখা দেয়ার পর ভাঙন রোধে তখন থেকেই জিও টেক্সের বালুর বস্তা ডাম্পিং করা হয়েছে। কিন্তু যমুনার পানি বৃদ্ধির কারণে স্পারটির উল্লেখিত অংশ ধ্বসে গেছে। তবে পানি কমে গেলে স্পারটি সংস্কার করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে স্থানীয়রা বলছেন, প্রায় ২১ বছর আগে নির্মিত গুরুত্বপূর্ণ এ স্পারটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে বার বার ধ্বস দেখা দেয়। শুধু তাই নয় যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বালুবাহী ট্রাকগুলো বাঁধের ওপর দিয়ে অবাধে চলাচল করার কারণে স্পারটিতে ধ্বস দেখা দিয়েছে।

 

শেয়ার