Top

পাওয়ার প্লেতে বিধ্বংসী নিউজিল্যান্ড

২২ অক্টোবর, ২০২২ ২:০৮ অপরাহ্ণ
পাওয়ার প্লেতে বিধ্বংসী নিউজিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :

সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচ। দর্শকদের বিনোদন দিয়েই শুরু করলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কামিন্স-স্টার্কদের তুলোধুনো করে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুলেছে কিউইরা। ওভারপ্রতি রান ১০.৮৩!

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী চেহারায় হাজির হন ফিন অ্যালেন। একের পর এক বল সীমানাছাড়া করতে থাকেন। ছিল ফিফটির সুযোগও।

কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলেই জশ হ্যাজেলউডকে তেড়েফুড়ে মারতে গিয়ে বোল্ড হয়েছেন ফিন। ১৬ বলে তার ৪২ রানের ক্যামিও ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কার মার। ডেভন কনওয়ের সঙ্গে ফিনের উদ্বোধনী জুটিটি ছিল ২৫ বলে ৫৬ রানের।

ফিন ফেরার পর অবশ্য রানের গতি কিছুটা কমে গেছে। তারপরও পাওয়ার প্লেতে সবমিলিয়ে বেশ ভালো অবস্থানে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৪ আর ডেভন কনওয়ে ১৯ রানে অপরাজিত আছেন।

বিপি/এএস

শেয়ার