Top
সর্বশেষ

ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের সংগ্রহ ১১২ রান

২২ অক্টোবর, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের সংগ্রহ ১১২ রান
স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানকে বরাবরই বিপজ্জনক ধরা হয়। এবার সেই তকমা আরও বেশি গায়ে মেখেছিল দলটি। কিন্তু সুপার টুয়েলভের আফগানদের প্রথম ম্যাচেই দেখা গেল উল্টো চিত্র। খুব একটা ছন্দে দেখা গেল না তাদের। উল্টো দাপট দেখিয়ে আফগানদের অল্পতেই আটকে দিয়েছে ইংলিশরা।

শনিবার (২২ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১১২ রান তুলতে পেরেছে আফগানিস্তান।

সিডনিতে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে রানেমতউর ফোয়ারা তুলেছিল নিউজিল্যান্ড। কিন্তু পার্থে সেটা খুব একটা করতে পারেনি আফগানিস্তান। পার্থ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই হতাশা দেখে আফগানিস্তান। তৃতীয় ওভারেই মার্ক উডের বলে কাটা পড়েন রহল্লাহ গুরবাজ(১০)।

উইকেটে থিতু হয়েও টি-টোয়েন্টি সুলভ খেলতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই। স্টোকসের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৭ বলে তাঁর ব্যাট থেকে আসে মোটে ৭ রান। দুই ওপেনারকে হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও উসমান গনি। এই জুটি জমে ওঠার আগেই জাদরানকে(৩২) সাজঘরের পথ দেখান কারান।

এরপর শুধু হতাশাই দেখেছে আফগানিস্তান। বোলিং দিয়ে আফগানদের চেপে ধরেন স্টোকস-উডরা। যার ধাক্কা সামলে বড় সংগ্রহের নাগাল পায়নি আফগানিস্তান। থেমে যায় অল্প রানেই।

বল হাতে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নেন বেন স্টোকস। ২৩ রান খরচায় সমান দুটি শিকার মার্ক উডের।

শেয়ার