Top
সর্বশেষ

ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বৃষ্টি

২৪ অক্টোবর, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বৃষ্টি
ফেনী প্রতিনিধি :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফেনীর সোনাগাজীতে রোববার রাত থেকে দমকা হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। দমকা হাওয়ার ফলে থোড়সহ আমন ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি সাইক্লোন সেল্টার মানুষদের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। চারটি ইউনিয়নকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়ও প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হবে। এ ছাড়া গৃহপালিত প্রাণির জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সরকারি সকল দপ্তরের কর্মকর্তাকর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক।

সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। সভায় তিনি দুর্যোগপূর্ণ এলাকার জনসাধারণের জন্য দশটন চাউল, চার’শ প্যাকেট শুকনো খাবার, চার’শ কেজি চিড়া, চার’শ কেজি মুড়ি, চার’শ প্যাকেট বিস্কিট, দুই’শ কেজি গুড় ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেন।

সভা শেষে তিনি নদী উপকূলীয় সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার ও চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক, সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মাশকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অণিক চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা, আ.লীগ নেতা মোহাম্মদ রফিক, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও দুই ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জীবন রক্ষায় দুর্যোগ উপদ্রুত এলাকার জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড়পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৩টি মেডিকেল দল গঠন করেছেন।

সোমবারের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ফুট উচ্চতায় গড়িয়েছে।

উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করছেন রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যরা।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন এবং দুর্যোগের পর দুর্গতদের সহায়তায় প্রস্তুতি নিয়েছেন।

সোমবার মধ্যরাত অথবা ভোরে ঘুর্ণিঝড় সিত্রাং ফেনীর সোনাগাজীর উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

 

শেয়ার