Top

ঈদে পুঁজিবাজার বন্ধ থাকবে ৩ দিন

১৪ জুলাই, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ
ঈদে পুঁজিবাজার বন্ধ থাকবে ৩ দিন

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তিন দিন বন্ধ থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি ঘোষণা করা হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে। সেই সরকারি ছুটি সাথে মিল রেখে ঈদের ছুটি থাকবে বলে জানান ডিএসই ও সিএসই।

সেক্ষেত্রে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি। সেক্ষেত্রে ঈদের একদিন পর দেশের উভয় পুঁজিবাজার চালু হবে।

উল্লেখ্য, ঈদের ছুটিতে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসলে ডিএসই ও সিএসই এর ছুটির সিদ্ধান্তেও পরিবর্তন আসবে।

শেয়ার