সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেজাউল করিম (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৬ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে এ দন্ডাদেশ দিয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানা এলাকায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। এ অভিযান চলাকালে উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামে একতা ক্লাব এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়।
এ মামলায় ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন আদালত। তবে আসামি জামিনে মুক্ত থাকলেও আজ রায়ের ধার্য্য তারিখে আসামি রেজাউল করিম আদালতে হাজির ছিলেন বলে জানান তিনি।