Top

দেশে দুর্ভিক্ষের মতো বড় বিপর্যয় সৃষ্টি হতে পারে: জিএম কাদের

২৫ অক্টোবর, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
দেশে দুর্ভিক্ষের মতো বড় বিপর্যয় সৃষ্টি হতে পারে: জিএম কাদের
রংপুর প্রতিনিধি :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের বর্তমান অর্থনৈতিক দুরাবস্থা আর সংকটের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে চলমান বড় বড় মেগা প্রকল্প গুলো বন্ধ করার আহবান জানিয়ে বলেছেন, টাকার সংস্থান করতে হবে আর দেশের মানুষকে বাঁচাতে হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর দর্শনা এলাকায় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের যে ভয়াবহ অবস্থা তাতে করে সরকারকে এখনই প্রস্ততি নিয়ে এগিয়ে আসতে হবে। তা নাহলে মুল্যর্স্ফীতি যেভাবে হচ্ছে সাধারণ মানুষের জীবন যাত্রা ভয়াবহ আকার ধারন করবে। তাদের দুবেলা খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে দেশ ভয়াবহ দুর্ভিক্ষের মতো বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। সে কারনে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

জাতীয় পার্টির ভাঙ্গন দল থেকে অব্যাহতি পাওয়া সাবেক মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গার অশালীন বক্তব্যের জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বিভক্ত হয়নি বরং দলের নাম ব্যবহার করে কিছু মানুষ বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের কথার কোন গরুত্ব নেই। আমরা ওই সব কথার কোন গুরুত্ব দেইনা। আমরা এসব ব্যাপারে উদ্বিগ্ন নই।

এর আগে জাপা চেয়ারম্যান জিএম কাদের এরশাদের কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এ সময় জাপার কো চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মুজিবুল হক চুন্নু মহানগর সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ মহানগর ও জেলা জাপার বিপুল সংখ্যব নেতা কর্মী। বিকেলে তিনি জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেন।

শেয়ার