আগামী ২৯ অক্টোবর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বিভাগীয় গণসমাবেশ ঘিরে সরগরম হয়ে উঠেছে রংপুরে বিএনপির রাজনীতি।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চলছে সমাবেশের প্রস্ততি। এবারের রংপুর বিভাগীয় সমাবেশটি স্বরণকালের সর্ববৃহৎ সমাগম ঘটবে বলে জানান আয়োজকরা।
রংপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সমাবেশে পুলিশের গুলিতে নেতা, কর্মি নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি।
এই ধারাবাহিকতায় আগামী ২৯ অক্টোবর শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। প্রাথমিকভাবে পুলিশ প্রশাসন রংপুর কালেক্টরেট ঈদগাহ
মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান শীর্ষ নেতারা।
মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খশরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি উপস্থিত থাকবেন।
এদিকে সমাবেশ সফল করতে ইতোমধ্যে রংপুর মহানগরীসহ বিভাগের ৯ সাংগঠনিক জেলায় এবং বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এতে দলের ভাইস চেয়ারম্যান ডা.এজেডএম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব সংসদ সদস হারুন অর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও বিভাগীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারা নেতা কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন।
ঈদগা মাঠ পরিদর্শনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের জানান, বিভাগীয় সভা করার জন্য আমরা চেয়েছিলাম রংপুর জেলা স্কুলের মাঠ। কারণ এই মাঠেই সভা সমামেশগুলো অনুষ্টিত হয়। কিন্ত রংপুরের প্রশাসন আমাদের মৌখিক ভাবে সভা করার জন্য রংপুর কালেক্টর
ঈদগা মাঠ দিয়েছে। সমাবেশটি হবে স্মরনকালের বর্সবৃহৎ সমাবেশ। বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে রংপুর কম্পিত হয়ে উঠবে।