Top
সর্বশেষ

চট্টগ্রামের খাতুনগঞ্জে ‘হাজার কোটি টাকার’ পণ্য নষ্টের আশঙ্কা

২৬ অক্টোবর, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের খাতুনগঞ্জে ‘হাজার কোটি টাকার’ পণ্য নষ্টের আশঙ্কা
চট্টগ্রাম প্রতিনিধি :

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে ‘হাজার কোটি টাকার’ পণ্য নষ্ট হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীদের।

খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘সিত্রাংয়ের প্রভাব ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি ছিল। কিন্তু সেটি আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আঁচ করতে পারিনি। সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দেখলাম পানি ঢুকতেছে। ১৫ মিনিট পর রাত পৌনে ১০টায় দেখি পুরো খাতুনগঞ্জ পানিতে সয়লাব।

‘দ্রুত পানি ঢুকে যাওয়ায় এবার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সময় পেলে ব্যবসায়ীরা মালামাল কিছুটা সরাতে পারতেন। পানি দ্রুত ঢুকে পড়ায় আমরা অনেকে সেই সুযোগ পাইনি। আড়তে পানি ঢুকে যাওয়ায় মালামাল ভিজে ব্যবসায়ীদের অন্তত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ঘূর্ণিঝড় প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে জোয়ারের পানি প্রবেশ করে চাক্তাই খাতুনগঞ্জে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিভিন্ন পণ্যের গুদামের পানি ও পানিতে তলিয়ে যাওয়া পণ্য সরাতে দেখা যায় ব্যবসায়ীদের।

খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জের অধিকাংশ আড়তে পানি ঢুকেছে। গুদামগুলোর সামনে দুই-তিন ফুট করে ইটের গাথুঁনি দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। এই দেয়াল টপকে পানি প্রবেশ করেছে গুদামগুলোতে। ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির কথা বললেও প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের জোয়ারের পানিতে খাতুনগঞ্জের অর্ধশতাধিক গুদাম ও আড়ত পানিতে ডুবে গেছে। এতে আড়ত সমূহে থাকা শত শত বস্তা, পেঁয়াজ, রসুন, আদা, ছোলাসহ বিভিন্ন ভোগ্য পণ্য নষ্ট হয়ে গেছে। গুদামে থাকা পঁচনশীল ভোগ্য পণ্য পানিতে ভিজে যাওয়ায় খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আড়তদারদের কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

শেয়ার