Top

ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের জয়

২৬ অক্টোবর, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের জয়
স্পোর্টস ডেস্ক :

ব্যাটে-বলের দারুণ লড়াইয়ের পর বৃষ্টির সহায়তায় শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে দিয়েছে আয়ারল্যান্ড। অবশ্য জয়ের পিছনে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিও বড় ভূমিকা রেখেছে। বৃষ্টির কারণে ৫ রানে পিছিয়ে থেকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পাওয়াটা বিশেষ কিছু মনে করছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। এমনকি এই জয়ে আবেগে ভাসছে তাঁর দল। ম্যাচ শেষে তেমনটাই শোনালেন আইরিশ অধিনায়ক।

অ্যায়ারল্যান্ড অধিনায়ক বলেন, ‘ইনিংসের শেষের দিকে ৭ উইকেট হারানো হতাশার। যদিও ইংল্যান্ডের বোলিংয়ে বৈচিত্র্য ছিল। শট বের করার জন্য আমাদের বার্তা ছিল। এই গ্রাউন্ডে আমরা আগে কখনো খেলিনি। সেই জায়গা থেকে জয় পাওয়াটা আমাদের জন্য খুব চমৎকার এবং আবেগের বিষয়। যদিও আজ ভাগ্য কিছুটা সহায়তা করেছে কিন্তু আমরা পরবর্তী আফগানিস্তানের ম্যাচে নিজেদের উন্নতির দিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ভালো কিছু করতে চাই।’

ইংলিশ অধিনায়ক জস বাটলারও আইরিশদের প্রশংসা করেছেন। ইংলিশ তারকা বলেন, ‘তারা খুবই ভালো করেছে। আমরা কিছু ভুল করেছি যার মাশুল দিতে হয়েছে। প্রথম ১০ ওভারে আমাদের রান খুব কম এসেছে। যদিও শেষের দিকে কিছুটা ভালো হয়েছে। অন্যদিকে আমরা ওদের প্রথম ১০ ওভারে ২০-৩০ রান বেশি দিয়েছি। তবে শেষ পর্যন্ত ম্যাচে থাকলে ভালো কিছু হতো, কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়নি।’

আয়ারল্যান্ড প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে জিতে তারা ২ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘এ’ এর চতুর্থ অবস্থানে আছে। আর ইংল্যান্ডও সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে তিনে আছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৫ উইকেটে হারায় জস বাটলাররা

শেয়ার