Top

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টি বিঘ্নিত

২৬ অক্টোবর, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টি বিঘ্নিত
স্পোর্টস ডেস্ক :

দিনের প্রথম ম্যাচে বৃষ্টির বাধা এবং দ্বিতীয় ম্যাচে খেলা মাঠেই গড়ায়নি। মাঠে গড়িয়েছে শুধু বৃষ্টির অঝোর ধারা। আর সেই ধারাতে বিঘ্নিত নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ।

বুধবার (২৬ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে উভয়কে একটি করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। এই মুহূর্তে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে কিউইরা। আর সমান ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফগানরা।

অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দারুণ সূচনা করেছিল নিউজিল্যান্ড। উড়ন্ত সে যাত্রা অব্যাহত রাখার স্বপ্নে বিভোর ছিল কেইন উইলিয়ামসনের দল। কিন্তু আজ মেলবোর্নে সে গুড়ে বালি দিয়েছে বৃষ্টি।

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মতো চালকের আসনে বসার অপেক্ষায় ছিল আফগানিস্তান। ইংলিশদের বিরুদ্ধে আয়ারল্যান্ড যেভাবে ব্যাটে-বলে লড়াই জমিয়ে তুলেছিল সেভাবে আফগানিস্তানের একটি সুযোগ এসেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলে সেমির লড়াইয়ে এগিয়ে থাকত মোহাম্মদ নবির দল। কিন্তু প্রকৃতির খেয়ালে সে সুযোগ কিছুটা হলেও নিরাশার হয়েছে।

এদিক থেকে ভাগ্য সহায় হয়েছে আয়ারল্যান্ডের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচেও বৃষ্টির বাধা এসেছিল। তবে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়িয়েছে। ইংল্যান্ড ইনিংসের ১৪.৩ ওভার খেলা হলে আবার বৃষ্টি শুরু হয়। তখন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানের জয় পায় অ্যান্ডি বালবির্নির দল। আর মন্দ কপাল নিয়ে জস বাটলারদের পয়েন্ট হারাতে হয়েছে।

শেয়ার