চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে আরো দুই শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টার দিকে তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে আলম সরদার নামে (৫০) আরেকজন শ্রমিকের লাশ উদ্ধার হয়।
ওসি কবির হোসেন আরও বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে একজন ও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা ও সাড়ে ৯টার দিকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম শাহিন মোল্লা ও তারেক মোল্লা। বাকিদের একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত ৮ জনের মধ্যে ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তারমধ্যে উদ্ধার হয়েছে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত ৭ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহও পেয়ে যাবো। আমাদের ডুবুরিদল জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
সোমবার (২৪ অক্টোবর) উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ৫শ ফুট দূরে সাগরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজারটি রাখা ছিল। রাতে ঝড়ে কবলে ড্রেজারটি ডুবে গিয়ে আট শ্রমিক নিখোঁজ হন।