Top

ডাচদের ১৭৯ রানের লক্ষ্য দিল ভারত

২৭ অক্টোবর, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
ডাচদের ১৭৯ রানের লক্ষ্য দিল ভারত
স্পোর্টস ডেস্ক :

তিন ফিফটিতে ভর করে ২ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত। হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। শেষ ৫ ওভারে নেদারল্যান্ডস বোলারদের ওপর ঝড় বইয়ে দিলেন সূর্যকুমার যাদব। শেষ বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূরণ করলেন ফর্মের তুঙ্গে থাকা এ ভারতীয় ব্যাটার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট হাতে নেমে এ ম্যাচেও রান পেলেন না লোকেশ রাহুল। অফফর্মে থাকা এ ওপেনার ১২ বলে ৯ করে সাজঘরে ফিরেছেন।

তৃতীয় ওভারে ১১ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর ফর্মের তুঙ্গে থাক কোহলিকে নিয়ে এগিয়ে যান অধিনায়ক। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় রোহিত হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। অবশ্য তার এ হাফসেঞ্চুরিতে ডাচ ফিল্ডারদের অবদান ছিল। বারকয়েক জীবন পান তিনি

রোহিত ৫৩ করে আউট হলে নামেন সূর্যকুমার।

৮ ওভার খেলে ৯৫ রানের জুটি গড়েন কোহলি-সূর্য। ৪৪ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে কোহলি। ২৫ বলে ৫১ রানের হার না মানা টর্নেডো ইনিংস খেলেছেন সূর্য।

শেয়ার