Top

ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট শুরু

২৮ অক্টোবর, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট শুরু
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশে আজ প্রথম বারের মতো শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে সাইফ পাওয়ার খুলনা একমি চট্টগ্রামের মুখোমুখি হয়। লিগের প্রথম গোল করেন একমির ভারতীয় খেলোয়াড় দিবেন্দার ওয়ালমিকি।

ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন দিবেন্দার। পেনাল্টি কর্ণার থেকে করা একমির গোল প্রথমে প্রতিবাদ জানায় সাইফ পাওয়ার খুলনা। সাইফের অধিনায়ক খোরশেদুর রহমানের আপত্তির প্রেক্ষিতে ফিল্ড আম্পায়াররা রেফারেল দেন। ভিডিও বিশ্লেষণ করে গোলের সিদ্ধান্ত দেয়া হয়।

গোল করার মিনিট তিনেক আগে পেনাল্টি স্ট্রোক মিস করেন এই দিবেন্দারই। তার নেয়া স্ট্রোক পোস্টে লেগে ফেরত আসে। একমি দুই কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্ণার পায়। এর মধ্যে চতুর্থ পেনাল্টি কর্ণার থেকে লিড পায় একমি।

সাইফ পাওয়ার খুলনা আক্রমণে কিছুটা পিছিয়ে ছিল। এরপরও প্রথম পেনাল্টি কর্ণার থেকে গোলের সুযোগ পেয়েছিল। ফিনিশিংয়ের অভাবে লিড নিতে পারেনি খুলনার দলটি।

শেয়ার