Top

নেদারল্যান্ডসের অ্যাকারম্যান খেলবেন সিলেট স্ট্রাইকার্সে

২৮ অক্টোবর, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
নেদারল্যান্ডসের অ্যাকারম্যান খেলবেন সিলেট স্ট্রাইকার্সে
স্পোর্টস ডেস্ক :

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে । এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে কলিন অ্যাকারম্যানের। নেদারল্যান্ডসের এই ক্রিকেটার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।

অ্যাকারম্যানের যোগদানের খবর শুক্রবার সিলেট স্ট্রাইকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। সেখানে তারা লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ডাচ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকে সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই। খেলোয়াড়ি জীবনের শুরুটা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল অ্যাকারম্যানের। এরপর কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে ইইউ পাসপোর্টের সদ্ব্যবহার করেন এবং শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের হয়ে খেলেন।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলছেন অ্যাকারম্যান। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এ ব্যাটার।

এর আগে গতকাল বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স দলে যুক্ত হয়েছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। নিজেদের ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করে তারা জানায়, ‘জিম্বাবুয়ে থেকে একজন সুপারস্টার আসছেন। সিকান্দার রাজার নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’

শেয়ার