‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে বষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশিং ডে উপলক্ষে সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নেতৃত্বে থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জীবননগর থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা,বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের প্রধান,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা,জীবননর পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, প্যানেল মেয়র ২ সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিল জয়নাল আবেদিন,আবুল কাশেম, জামাল হোসেন খোকন, আপিল মাহমুদ, খোকন মিয়াসহ, গণমাধ্যমকর্মী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।