দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে বলে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগে তার বাবার শাসন আমলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল। রংপুর রেল স্টেশনে মানুষ না খেয়ে পরেছিলো। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। বাসন্তি লজ্জা নিবারনের জন্য জাল পরেছিলো।
১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দাম বেড়ে ১৩০ টাকা হয়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ। রিপোর্ট বেরিয়েছে দেশের তিন ভাগ মানুষ খাদ্য সংকটে আছে। আর আপনারা চিতল মাছ খাচ্ছেন। দেশে বিদ্যুৎ সংকট আর আপনারা এসিতে বসে আরাম করছেন। কৃষকেরা জমিতে সেচ দিতে পারছে না।
শনিবার বিকেলে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, রংপুরের সমাবেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ নয় সারা বিশ্বের অনেক মিডিয়া। সরকার নাকি জনগণকে ভয় পায় না। ভয় না পেলে গাড়ি কেন বন্ধ
করতে হয়। কেন আমাদের নেতাদের গুলি করে মারো হত্যা করা হলো। বিএনপির যত অর্জন আওয়ামী সরকার গত ১৫ বছরে সব শেষ করে ফেলেছে। সব ক্ষেত্রে চুরি করেছে আওয়ামী লীগ।
গরীব মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পেও চুরি করেছে। আমাদের নেতা-কর্মীর বিরুদ্ধে ৩৫ লাক্ষ মামলা দেওয়া হয়েছে। ৬শত নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। হাজারো মানুষকে হত্যা করেছে। আলেম-ওলামাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। তাদের কি আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়। এই সরকার দেশটাকে চিবিয়ে খাচ্ছে। দেশের অর্থনিতী ও খেয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, আমরা দেশে আর নিরোপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দিবো না। সংসদ বিলুপ্ত করে নতুন ইলেকশন কমিশন গঠন করে নিরোপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমাদের সংসদ সদস্যরা হুকুমের অপেক্ষায় আছে পদত্যাগ করার জন্য। আপনাদের অস্ত্র ভোতা হয়ে গেছে। আমেরিকা
বলছে এই সরকার মিথ্যা রিপোর্ট দিচ্ছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আপনারা পালাবার পথ খুজে পাবেন না।
মির্জা ফকরুল বলেন, এখন জঙ্গি বাদের ধোয়া তোলা হচ্ছে। এই ধোয়া তুলে বিএনপির নেতা-কর্মীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। তাকে চিকিৎসা করাতে দিচ্ছে না সরকার। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না সরকার। যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে আমরা আর ক্ষমতায় রাখতে পারি না।
বিএনপির মহাসচিব বলেন, সরকারের ইসারায় বাস ধর্মঘট থাকার পরেরও শত বাধা অতিক্রম করে রংপুরের মানুষ দেখিয়ে দিয়েছে। তারা গত তিন দিন ধরে এখানে
অবস্থান করে এই সরকারকে দেখিয়ে দিয়েছে বিএনপির প্রতি মানুষের আস্থা। সমাবেশের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, আগে বিরোধী দল হরতাল দিতো এখন সরকার হরতাল দিচ্ছে। রংপুর বিভাগের মানূষ যে ভাবে গণসমাবেশে এসেছে তা বিপ্লব ঘটিয়েছে।
এই বিপ্লব কেউ থামাতে পারবে না। আমাদের এই সমাবেশ তিন দিন ধরে চলেছে। তিনি বলেন, সরকারের কথা আপনারা শুনবেন না। তাদের ফাঁদে পা দিবেন না। দিনের ভোট রাতে করে দেশের উন্নয়ন হয় না। উন্নয়নের নামে দেশের টাকা লুট করে বিদেশে রেখেছেন। ১০ ডিসেম্বর চিড়া মুড়ি নিয়ে ঢাকায় আসবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান, এ,জেড,এম জাহিদ হোসেন বলেন, সরকারের বাধা উপেক্ষা কওে আপনাদেও উপস্থিতি প্রমান কওে এই সরকারের পায়ের নীচে মাটি নাই। রংপুরের মানুষ জেগে উঠেছে। তারা প্রমান করেছে যতই বাধা আসুক না কেন তা প্রতিহত করার মতো বিএনপির নেতা-কর্মীদের আছে। বাধা দিয়ে মানুষের স্রোত রুখতে পারবে না।
বিএনপির যুগ্ন মহাসচিব ও সংসদ সদস্য হারুনর রশিদ বলেন, দেশের সম্পদ বাহিরে পাচার করেছেন। দেশনেত্রীকে জেলে আটকে রেখেছেন। ১০ ডিসেম্বর আমাদের টার্নিং পয়েন্ট। এই সরকারের প্রতি আস্থা রাখা যায় না। বিশ্বাস করা যায় না। আপনাদেও সময় ঘনিয়ে এসেছে। গাড়ি বন্ধ করেও আমাদেও সমাবেশ বন্ধ করতে পারেন নাই।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্টিত এই সমাবেশে সভাপত্বি করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক
সামসুজ্জামান সামু। বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামসহ দেলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
দুপুর ২টায় বিভাগীয় এই গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগে দুপুর পৌনে ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃদসহ বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।