শৈতপ্রবাহ বিদায় নিলেও হিমেল হাওয়া তীব্র শীতের অনুভূতি দিয়ে এখনও কাবু করে রেখেছে দেশের উত্তরের জনপদ রংপুরকে। কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে আছে জনজীবন।
আবহাওয়া বিভাগ রংপুরে শনিবার (৩০ জানুয়ারি) ১২ ডিগ্রি সেলসিয়াস আর কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
কনকনে ঠাণ্ডায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করে তবু ঘর ছেড়ে পথে নেমেছে শ্রমজীবী মানুষ। পেটের দায়ে ঘর ছেড়ে বেরোলেও মানুষের উপস্থিতি কম থাকায় আয় রোজগারও কম। ফলে হাড়িতেও টান পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষের।