Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

পরিবেশ অধিদফতরের অভিযান: ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

২৭ নভেম্বর, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
পরিবেশ অধিদফতরের অভিযান: ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

নভেম্বর মাসের ২৪ দিনে সারা দেশে পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতর জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এম জি

শেয়ার