রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টায় পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়। প্রতিবারের মতো এবারও ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা।
সকালে পৌর ভবন সহ বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ভোট গ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রগুলো ঘুরে বেশিরভাগ কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
পাংশা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার, বিএনপি মনোনীত প্রার্থী রইচ উদ্দিন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক ফরহাদ। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২ হাজার ১৩ জন এবং নারী ভোটার ১২ হাজার ২০০ জন। তুলনামূলক পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার সংখ্যায় ৮৭ জন বেশি।
ভোট দিতে আসা ভোটাররা বলেন, পূর্বের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি। পাংশায় এরকম শান্তিপূর্ণ নির্বাচন কখনো হয়নি। পরিবেশ শান্তিপূর্ণ থাকায় শীতের ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসেছি ভোট দেবার জন্যে।