Top

সাপাহারে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৩০ অক্টোবর, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
সাপাহারে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আর এম টি পি প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রাসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় প্রকল্প কার্যালয়ে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায় ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র বান্তবায়নে সউচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রাসারণ ও বাজারজাতকরণ শীর্ষক চেইন উপ প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল ফসল চাষে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, ফল সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ সংক্রান্ত দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে কাজী ফার্মস লিমিটেড,মামা ভাগ্নে ফুড প্রডাক্টস,আলামিন ফুড প্রডাক্টস ও মিতু ফুড প্রডাক্টস এর সহিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এর উদ্দেশ্য নওগাঁ জেলার সাপাহার ও পত্নীতলা উপজেলার ৫ হাজার জন লক্ষ্যভুক্ত সদস্যকে জৈব সারের ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং উৎপাদিত ফল ও ফসল সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রজেক্টের প্রজেক ম্যানেজার কৃষিবিদ মো: আলী রেজা আল মামুন, কাজী ফার্মস লিমিটেডের কৃষিবিদ মো: রবিউল আওয়াল রিজিওন ইনচার্জ বগুড়া,উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা আতউর রহমান সেলিম, বিভিন্ন ফুড প্রডাক্টস এর প্রোপাইটারগণ, সাপাহার শাখা ব্যবস্থাপক এবং অঠঈঋ গণ।

শেয়ার