Top
সর্বশেষ

প্রার্থনার বৃষ্টি কাল হলো বাংলাদেশের

০২ নভেম্বর, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
প্রার্থনার বৃষ্টি কাল হলো বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক :

ভয় জেগেছিল, বৃষ্টির জল না জানি আবার কান্না হয়ে উঠে আসে সাকিব আল হাসানদের চোখে! তীরে এসে তরী ডোবার গল্পটাও তো আর নতুন নয় বাংলাদেশের।
ঠিক ২০১৬ সালে ব্যাঙ্গালুরুর সেই ম্যাচটির মত নয় হয়তো। তবে প্রায় একই রকম। শেষ মুহূর্তে এসে আবারও হারতে হলো বাংলাদেশকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। নুরুল হাসান সোহান ছক্কা মেরে শেষ মুহূর্তের সলতেটা যেন আরেকটু জাগিয়ে তুলেছিলেন; কিন্তু পারলেন না আর ৫ রানে হেরে গেলো বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

শেয়ার