Top
সর্বশেষ

পাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালন

০৩ নভেম্বর, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
পাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালন
পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ‘জনক জ্যোতির্ময়’ প্রাঙ্গনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. খায়রুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধার্ঘ্য অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের সঞ্চালনায় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

শেয়ার