Top
সর্বশেষ

অনুশীলনে যোগ দিলেন সাকিব

৩০ জানুয়ারি, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
অনুশীলনে যোগ দিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কার ঘন কালো জমা হয়েছিল। অবশেষে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। কুঁচকির ব্যথা জয় করে টেস্ট দলের অনুশীলনে যোগ দিলেন বাংলাদেশ দলের প্রাণভোমরা।

সাকিব অনুশীলনে আসবেন শনিবার (৩০ জানুয়ারি) সকাল সকালই চট্টগ্রামে এখবর চাউর হয়। ফলে এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ চললেও লাঞ্চ বিরতি অবধি সেখানে উপস্থিত থাকা সংবাদ মাধ্যমকর্মীরা চলে আসেন সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এসে দেখা যায় ম্যাচ সিনারিও অনুশীলনে নেমে পড়েছেন টেস্ট দলের সদস্যরা। কিন্তু সাকিব কোথায়? একটু সতর্ক দৃষ্টি দিতেই দেখা গেল ড্রেসিংরুম সংলগ্ন নেটে তিনি ব্যাটিং অনুশীলন করছেন। প্রায় ৪৫ মিনিটের সেই সেশনে সাকিব শুধুই স্পিনারদের মোকাবিলা করেছেন। যেখানে স্বীকৃত বলতে ছিলেন কেবল তাইজুল ইসলাম। বাকিরা ছিলেন নেট বোলার। অনুশীলনের শেষ দিকে এসে স্পিনারদের পাশাপাশি এক থ্রোয়ারের বলও মোকাবিলা করেছেন।

নেট সেশন শেষ করে লাল সবুজের নন্দিত এই বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দিয়েছেন ম্যাচ সিনারও অনুশীলনে। যেখানে শুধুই পেসারদের বিপক্ষে ১৫ মিনিট ব্যাটিং করেছেন। যতক্ষণ ব্যাটিং করেছেন বেশ সপ্রতিভই মনে হয়েছে।

টেস্ট সিরিজের আগে সাকিবের এই ফেরা নিঃসন্দেহে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির কারণ। কেন? সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক মন্ডলীর মতে সাকিব আল হাসান মানেই একের ভেতরে তিন! অতএব তার ফেরা সন্দেহাতীতভাবেই তাদের জন্য স্বস্তির কারণ।

শেয়ার