Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ইমরানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন পাকিস্তানি যুবক

০৪ নভেম্বর, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
ইমরানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন পাকিস্তানি যুবক

পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের এক যুবক। ঠিক সময়ে তিনি তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআই চেয়ারম্যান।

ওই যুবকের নাম এখনও জানা যায়নি। ঘটনার বিবরণ দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম আমার থেকে ১০-১২ ফুট দূরে এক ব্যক্তি পিস্তল বের করে (ইমরান খানের দিকে) তাগ করছে। এ সময় আমি ছুটে গিয়ে তাকে ধরে ফেলি।’

‘আমি (তার কাছে) পৌঁছানোর আগেই সে এক রাউন্ড গুলি ছুড়েছে। তার কাছে পৌঁছে আমি প্রথমেই তার বন্দুক ধরা হাতটি ধরে ফেলি । এ সময় (হামলাকারী) যেসব গুলি ছুড়েছে সেগুলো একটাও আর ঠিক লক্ষ্যে আঘাত করতে পারেনি।’

‘তারপরই সে আমার হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। আমিও তাকে পিছু করে কয়েক মিনিটের মধ্যেই ধরে ফেলতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। তারপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।’

সিসিটিভির ক্যামেরায়ও ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাগ করা। কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে ছিল লাল-সাদা-নীল একটি টি-শার্ট।

পাকিস্তানের জিও টিভি সূত্রে জানা গেছে, ওই বন্দুক থেকে মোট ছ’রাউন্ড গুলি চলেছে, তবে লক্ষ্যে লাগেনি। লাগলে কেবল ইমরান নয়, আরও অনেকেরই প্রাণ যেতে পারত।

সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। একটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন পিটিআই সমর্থকরা। এমনকি সামাজিক যোগযোগমাধ্যমে ওই যুবকের ছবি পোস্ট করে তারা হ্যাশট্যাগ দিয়েছেন ‘আমাদের নায়ক’।

পাকিস্তানের কোনো সংবাদমাধ্যমই অবশ্য এখন পর্যন্ত ওই যুবেকর নাম-পরিচয় প্রকাশ করেনি।

শেয়ার