Top

প্রাথমিকে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ৩০ শতাংশই কিন্ডারগার্টেনের

০৫ নভেম্বর, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
প্রাথমিকে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ৩০ শতাংশই কিন্ডারগার্টেনের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৩০ শতাংশই কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বিবেচনায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্ডারগার্টেন বিদ্যালয়সমূহ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করছে দেশের কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো।

চাঁপাইনবাবগঞ্জে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সাধারণ সভা ও মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (০৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের পাঠানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সভার প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির সভাপতি মো. আবু তালেব।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী আরও বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় সরকারের নানামুখী পদক্ষেপ ও সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিন্তু প্রাণঘাতী করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কোনধরনের সহায়তা না দেয়া আমাদেরকে হতাশ করেছে। বাধ্য হয়েই সেসময় অনেক শিক্ষক পেশা বদলিয়েছে। শিক্ষকতা বাদ দিয়ে কেউ ফল বিক্রি, ভ্যান চালানোর মতো কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। যা আমাদেরকে অত্যান্ত ব্যথিত করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেক সময় কিন্ডারগার্টেন শিক্ষকদের অপমান করেন। আমাদের জন্য সরকারিভাবে কোন প্রশিক্ষণের ব্যবস্থা নেই, এটা নিয়ে প্রশ্ন তুলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীদের নিয়োগ প্রদানের পর উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একইভাবে সরকারের উচিত কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া। এনিয়ে একাধিকবার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি। কিন্তু তিনি প্রতিশ্রুতি দেয়ার পর কোন ভূমিকা নেয়া হয়নি। আমাদের ভাতার প্রয়োজন নয়। আমরা শুধু প্রশিক্ষণ চাই, এর জোর দাবি জানাচ্ছি।

অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ১৪ হাজারের অধিক শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ভাতা হিসেবে প্রায় ৩৫ লাখ টাকা প্রদান করেছে। এমনকি প্রশিক্ষণ ভাতাও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ৭১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫১১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৪৯৭ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। তাদেরকে ৪ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা প্রদান করেছে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, আহ্বায়ক মো. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শাহ মো. মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় শাখার আহ্বায়ক গোলাম সারোয়ার স্বপন, সদস্য সচিব ইয়াকুব আলী, সদস্য সচিব খায়রুল আলম।

সভায় চাঁপাইনবাবগঞ্জের প্রায় দুই শতাধিক কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় কিন্ডারগার্টেন শিক্ষার মান বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম ও করনীয় নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার