Top

ফরিদপুরে হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

০৬ নভেম্বর, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
ফরিদপুরে হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আট গ্রামের শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে গোলাপবাগ হাজী লতিফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোলাপবাগ হাজী লতিফুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আখতারুজ্জামান খানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে চাউল, ডাউল, তেল, আলু, লবন রয়েছে বলে জানান আয়োজকরা।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের গোলাপবাগে এ অনুদান বিতরণকালে চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম, রফিকুল ইসলাম, নিজাম ফকির, মো মানোয়ার শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার