Top

হাজীগঞ্জে সাত কেজি গাঁজা’সহ গ্রেপ্তার তিন

০৬ নভেম্বর, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
হাজীগঞ্জে সাত কেজি গাঁজা’সহ গ্রেপ্তার তিন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সাত কেজি গাঁজা’সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধায় হাজীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ হযরত মাদ্দাঁখা (রাঃ) মসজিদের সামনে অবস্থান নেয়। সেখান থেকে লাল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় দুই কেজি গাঁজা’সহ মো. আলমকে গ্রেপ্তার করে।

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মুড়ির মিলের পাশ্বের মালেক গাজি বাড়ির সামনে অবস্থান নেয় হাজীগঞ্জ থানার এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরী। সেখান থেকে পাঁচ কেজি গাঁজা’সহ মো. শরীফ ও মো. শিফনকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার