Top
সর্বশেষ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

০৬ নভেম্বর, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

রোববার (০৬ নভেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে পরের ২৪ ণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযানে ২৭১ গ্রাম হেরোইন, ২৮৫ বোতল ফেনসিডিল, ১২৬ কেজি ১৪০ গ্রাম গাঁজা, পাঁচ হাজার ৮৩৫ পিস ইয়াবা, ৫৪ লিটার দেশি মদ, তিন বোতল বিদেশি মদ, ৬৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার