Top
সর্বশেষ

কাদেরের সঙ্গে আ.লীগ কার্যালয়ে মির্জার সাক্ষাৎ

৩০ জানুয়ারি, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
কাদেরের সঙ্গে আ.লীগ কার্যালয়ে মির্জার সাক্ষাৎ
অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা কাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত রাজনীতিক আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ায় তার বড় ভাই ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে এই সৌজন্য সাক্ষাতে আসেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতারা তার সাথে ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বেরিয়ে যান আব্দুল কাদের মির্জা। গেলে ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল কাদের মির্জা নৌকা প্রতীকে বিজয় লাভ করেন। নির্বাচনের আগে দলের ‘আদর্শ ও সাংঘর্ষিক’ বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসেন আব্দুল কাদের মির্জা।

পৌরসভা নির্বাচনে বিজয়ের পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ওবায়দুল কাদেরকে নিয়ে সমালোচনা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অনশন করেন কাদের মির্জা।

ওবায়দুল কাদের ও মির্জা কাদেরের সাক্ষাত প্রসঙ্গে সেতু মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফাইয়্যাজ জানান, নির্বাচন শেষে সৌজন্য সাক্ষাতের জন্য মূলত আব্দুল কাদের মির্জা ঢাকায় আসেন।

শেয়ার