Top
সর্বশেষ

পাবিপ্রবিতে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু আজ

০৭ নভেম্বর, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
পাবিপ্রবিতে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু আজ
পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকা থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার(৭ নভেম্বর) বেলা ১২টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এরপর ৮ নভেম্বর – ১২ নভেম্বর পর্যন্ত সকাল ১০ টাকা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট অনুযায়ী মেধা তালিকাসহ বিস্তারিত তথ্য উল্লেখিত রয়েছে। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে সম্পন্ন করতে হবে। প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল নম্বরপত্র আগামী ১২ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এসে সশরীরে জমা দিতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় অবস্থিত আইসিটি সেলে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম বলেন, “ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং সঠিক ভাবে চলছে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অবশ্যই আনতে হবে। অন্যথায় ভর্তি নেওয়া হবে না।”

শেয়ার