Top
সর্বশেষ

চট্টগ্রামের পটিয়ার কালারপুল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামের পটিয়ার কালারপুল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সেতুর উদ্বোধন করেন। এসময় যান চলাচলের জন্য দেশের আরও ৯৯টি সড়ক সেতু উদ্বোধন করেন তিনি।

এসময় চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বোয়ালখালী আসনের এমপি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

১৫ বছর আগে পটিয়ার কালারপুল সেতু বার্জের (নৌযান) ধাক্কায় বিধ্বস্ত হয়েছিল। এরপর ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় গার্ডার সেতু। সেতুটি চালু হওয়ার মধ্য দিয়ে শিকলবাহা খালের পূর্ব তীরসহ এই জনপদের প্রায় অর্ধশত ভারী শিল্প কারখানার স্থবিরতা কেটে যাবে। ২০০৭ সালে বেইলি সেতু বিধ্বস্ত হওয়ার সাত বছর পর ২০১৪ এখানে আরও একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ওই সময়ের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেতুটি উদ্বোধন করেন। কিন্তু নির্মাণকাজে অনিয়মের কারণে বছর না ঘুরতেই ভেঙে পড়ে সেতুর একাংশ। এরপর পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর চেষ্টায় গার্ডার সেতু নির্মিত হয়।

১শ সেতু উদ্বোধনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করেছে সরকার।

দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে ২৫টি জেলায় নির্মাণ করা ১শ টি সেতুর নাম পড়ে শোনান প্রধানমন্ত্রী। এ সময় দেশবাসীকেও শুভেচ্ছা জানান তিনি।

শেয়ার