Top
সর্বশেষ

দাউদকান্দির সুন্দলপুরে গ্রাম উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

০৭ নভেম্বর, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
দাউদকান্দির সুন্দলপুরে গ্রাম উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের হলরুমে আজ সকালে চাঁদগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দাউদকান্দি আয়োজিত এসভার প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান।

মকবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সারোয়ার আলম, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি, সিদ্দিকুর রহমান মুন্সি, এসএম কেরামত আলী এবং এডভোকেট আক্তারুজ্জামান লাভু প্রমূখ।

এর আগে সচিব মশিউর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে চাঁদগাঁও মদিনা কমপ্লেক্স পর্যন্ত সিসি ঢালাই করা রাস্তাটি উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, গ্রাম উন্নয়নে সরকার অনেক কাজ করে যাচ্ছেন এই কাজগুলো যাতে মানুষ জানতে পারে তার ব্যবস্থাও করতে হবে।।

শেয়ার