Top
সর্বশেষ

আইসিসির অক্টোবরের সেরা নিদা ও কোহলি

০৭ নভেম্বর, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
আইসিসির অক্টোবরের সেরা নিদা ও কোহলি
স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের অসাধারণ পারফর্মেন্সে পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার আইসিসির অক্টোবরে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এদিকে ছেলেদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ব্যাটার ভিরাট কোহলি।

নিদা ভারতের জেমিমাহ রদ্রিগেজ এবং দীপ্তি শর্মাকে পেছনে ফেলেছেন। এশিয়া কাপের অসাধারণ পারফর্মেন্স তাকে অক্টোবরের সেরা বানিয়েছে।

এদিকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় এই ব্যাটার। সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স তাকে গত মাসের সেরা বানাতে সাহায্য করে। যেখানে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং সাউথ আফ্রিকার ডেভিড মিলারকে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল পাকিস্তানের সঙ্গে করা অপরাজিত ৮২ রানের ম্যাচ জয়ী ইনিংস।

শেয়ার