Top
সর্বশেষ

হাজীগঞ্জ উপজেলা আ’লীগের বর্ধিত সভা

০৭ নভেম্বর, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা আ’লীগের বর্ধিত সভা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোববার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোযারি দুলাল, উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য একেএম ফজলুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল করিব আবাদ, আহসান হাবিব অরুন, খালেদুর রহমান মিঠু প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় বর্ধিত সভায় সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকরাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী ১৪ নভেম্বর এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার