সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফফা কামাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে মাঠে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ। সোমবার (০৭ নভেম্বর) ম্যাচটিতে ভুটানকে ৯-০ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা। ৯ গোলে জয়ের ম্যাচে সুরভী আকন্দ প্রীতি একাই করেছেন ৬ গোল।
ভুটানের বিপক্ষে প্র্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন প্র্রীতি। এবার করলেন জোড়া হ্যাটট্রিক।এছাড়াও গোল পেয়েছেন মিতু এবং রিতু। ভুটানকে বড় ব্যাবধানে হারানোর ফলে শিরোপা জয়ের আশা টিকে রইলো বাংলাদেশের।
টানা তিন ম্যাচ হেরে ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভুটানের জন্য শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল। শিরোপা জিততে সেই ম্যাচে নেপালকে হারাতেই হবে বাংলাদেশের। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসেবেও। শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে ১১ নভেম্বর।