Top
সর্বশেষ

ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ব্রিফিং

০৭ নভেম্বর, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ব্রিফিং
ফরিদগঞ্জ প্রতিনিধি :

সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য চাঁদপুরের ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. শাহজাহান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার